সালমান-অক্ষয়ের ‘মুঝছে শাদি করোগি’-তে নতুন মুখ, আসছে সিকুয়েল

এফএনএস বিনোদন | প্রকাশ: ৩ মে, ২০২৫, ০৬:২৩ পিএম
সালমান-অক্ষয়ের ‘মুঝছে শাদি করোগি’-তে নতুন মুখ, আসছে সিকুয়েল

বলিউডে সিকুয়েল সিনেমার ধারা এখন পুরোদমে চলছে। পুরোনো হিট সিনেমাগুলো নতুনরূপে দর্শকের সামনে আনার প্রতিযোগিতায় শামিল প্রযোজকরা। এবার সেই ধারায় যুক্ত হলো ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট রোমান্টিক-কমেডি সিনেমা ‘মুঝছে শাদি করোগি’। তবে চমক রয়েছে— নতুন কিস্তিতে আর থাকছেন না সালমান খান ও অক্ষয় কুমার। তাঁদের জায়গায় আসছেন কার্তিক আরিয়ান ও বরুণ ধাওয়ান।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এই নতুন উদ্যোগে পুরোনো গল্পকে আধুনিক মোড়কে পরিবেশন করতে চান। যদিও মুখ্য চরিত্রে অভিনেতারা বদলাচ্ছেন, তবে পরিচালক হিসেবে থাকছেন আগের সেই ডেভিড ধাওয়ানই। বর্তমানে চলছে চিত্রনাট্য তৈরির কাজ। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের শেষের দিকে মুক্তি পাবে এই প্রতীক্ষিত সিকুয়েল।

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুঝছে শাদি করোগি’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। সালমান খান, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার ত্রিভুজ প্রেমের কাহিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। সিনেমার সংলাপ, গান ও হাস্যরসভরা দৃশ্য আজও স্মরণীয়। ২০ বছর পেরিয়ে গেলেও, সিনেমার জনপ্রিয়তা ফিকে হয়নি একটুও।

সিকুয়েল নিয়ে দর্শকের আগ্রহ যখন তুঙ্গে, তখন জেনে নেওয়া যাক দুই নতুন মুখ কী করছেন এই মুহূর্তে—

বরুণ ধাওয়ান বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমার কাজে। স্কটল্যান্ডে চলছে শুটিং। এই ছবিটিও পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। কিছুদিন আগে উত্তরাখণ্ডে শুটিংয়ের সময় চোট পেয়েছিলেন বরুণ, তবে এখন তিনি পুরোমাত্রায় কাজে ফিরেছেন।

অন্যদিকে কার্তিক আরিয়ান ঘোষণা দিয়েছেন করণ জোহরের প্রযোজনায় তৈরি হতে যাওয়া ছবি ‘নাগজিলা’-তে অভিনয়ের। শিগগিরই শুরু হবে এর শুটিং।

এখন দেখার পালা, দুই যুগ আগে দর্শকদের হৃদয় জয় করা এই চলচ্চিত্রের সিকুয়েল নতুন প্রজন্মের কাছে কতটা জনপ্রিয়তা পায়। নতুন জুটি কি পারবেন সালমান-অক্ষয়ের জায়গা পূরণ করতে? উত্তর মিলবে সময়েই।

আপনার জেলার সংবাদ পড়তে