কলারোয়ায় প্রবাসীর বাড়ীতে স্বর্ণলংকার ও নগত টাকা চুরি

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ মে, ২০২৫, ০৭:১৭ পিএম
কলারোয়ায় প্রবাসীর বাড়ীতে স্বর্ণলংকার ও নগত টাকা চুরি

কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর বাড়ীতে দিনে দুপুরে স্বর্ণলংকার ও নগত টাকা চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী খাদিজা খাতুন জানান-তার স্বামী ফারুক হোসেন ও ছেলে মারুফ হোসেন ইমন মালয়েশিয়ায় থাকেন। তিনি বাড়ীতে ১০বছরের একটি মেয়ে নিয়ে থাকেন। ঘটনার দিন মেয়ে সকালে স্কুলে যায়, এর কিছুক্ষণ পরে তিনি বাড়ীতে তালা ঝুলিয়ে সকাল ১০টার দিকে মাঠের দিকে কাঠ পাতা আনতে যান। এর পরে তিনি বাড়ীর পাশে সেলিনা খাতুন নামের এক নারীর ফোন পেয়ে দ্রুত বাড়ীতে এসে ঘরে প্রবেশ করে দেখেন যে তার ঘরের মধ্যে কাপড় চোপড় তছরুপ করা, ড্রয়ার সব খোলা। সেখানে রাখা ছিলো বিদেশ থেকে পাঠানো স্বর্ণের চেইন, হাতের রুলি, গলার চিক, আংটি,কানের দুল সহ ৫ ভরি ওজনের গহনা ও নগত ৫০হাজার টাকা। এগুলা সব চোরেরা নিয়ে গেছে। চোরেরা চুরি করে পালানোর সময় তার গায়ের একটি জামা রেখে যায়। প্রবাসীর স্ত্রী খাজিদা খাতুন আরো জানান-তিনি গত ৪মে সকালে কলারোয়া ইসলামী ব্যাংক থেকে দেড় লাখ টাকা উঠান। আর সেই দেড় লাখ টাকা ওই দিন জমি রাখেন। তার পর দিন ৫মে তার বাড়ীতে এই চুরির ঘটনা ঘটে বলে তিনি দাবী করেন। তিনি আরো বলেন-রঘুনাথপুর ওয়ার্ডের মহল্লাদার থানায় খোবর দিলে থানা থেকে পুলিশ এসে ঘুরে যায়। এসময় পুলিশ ওই ফেলে যাওয়া চোরের জামাটিও নিয়ে যায়। এদিকে বাড়ীর পাশের হারুন মোড়ের স্ত্রী আকলিমা খাতুন জানান-তিনি সকাল ১০টার দিকে দেখেন যে প্রবাসীর বাড়ীর ছাদ বেয়ে খালি গায়ে এক ব্যক্তি দ্রুত নেমে এসে রাস্তায় দাড়িয়ে থাকা একটি বাইকে চলে যেতে দেখছেন। তিনি অবশ্যই কাউকে চেনেন না। পাশ্ববর্তী সার ব্যবসায়ী  মনিরুজ্জামান বলেন-সবাই চোর চোর বলে চিৎকার করছে। এসময় তিনি দোকান থেকে দেখেন দ্রুত একটি মোটর সাইকেলে দুই জন চলে যাচ্ছে।এর মধো এক ব্যক্তি খালি গায়ে হাতে এক জোড়া জুতা ও একটি রড় নিয়ে বসে আছে। তারাও চোর চোর বলে চিৎকার দিতে দিতে চলে যাচ্ছে। অন্যদিকে ঘটনার সময় স্থানীয় প্রাণী চিকিৎসক ইউনুচ আলী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় চোরদের ধাওয়া দিলে তারা দ্রুত পালিয়ে যায়। তবে এঘটনায় এলাকবাসী বলছেন- পূর্ব পরিকল্পিত ঘটনা বলে মনে হচ্ছে। বাড়ীর পাশে কেউ এঘটনার সাথে জড়িত থাকতে পারে। সঠিক তদন্ত করলে চুরি হওয়া মালামাল উদ্ধার হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে