বিশ্বখ্যাত কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার বর্তমানে তার জীবনের এক গভীর পরিবর্তনশীল সময় অতিক্রম করছেন। তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিও তার ভক্তদের হৃদয় ব্যথিত করছে। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময় জাস্টিনকে ঘিরে ধরেন একদল পাপারাজ্জি। তারা তাকে ভিডিও করতে শুরু করলে বিবার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তোমাদের সবচেয়ে বেশি দরকার টাকা, মানুষ নয়।’ যেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। এ সময় বিবার ক্ষোভ প্রকাশ করে তাদের উদ্দেশে বলেন, ‘তোমাদের সবচেয়ে বেশি দরকার টাকা, মানুষ নয়।’ বিবার ওই সময় ক্যামেরার উপস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেন এবং স্পষ্টভাবে ভিডিও বন্ধ করতে বলেন। তবে পাপারাজ্জিরা তার অনুরোধ উপেক্ষা করে চলতে থাকলে বিবার নিজের বিরক্তি প্রকাশ করেন। এদিকে জাস্টিন বিবারের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন তার চিকিৎসক ও ঘনিষ্ঠজনরা। ২০২২ সালে তিনি র্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হন। এরপর থেকেই তার শরীর ভেঙে পড়ে এবং আগের তুলনায় অনেকটাই রোগা হয়ে যান। এই কারণেই তার বহু প্রতীক্ষিত ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ বাতিল করা হয়। জাস্টিন একসময় মাদকে আসক্ত ছিলেন বিবার। যার ফলে ব্যক্তিজীবনে বহু সমস্যার সম্মুখীন হন তিনি। যদিও বর্তমানে তিনি নিয়মিত চিকিৎসার আওতায় রয়েছেন এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। কিন্তু গণমাধ্যম ও পাপারাজ্জিদের দৌরাত্ম্য বরাবরই তার জন্য একধরনের মানসিক চাপের উৎস হয়ে দাঁড়িয়েছে।