নতুন নাটক ‘দুজন দুজনার’-এ চতুর্থবারের মতো জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ ও উদীয়মান অভিনেত্রী মারিয়া শান্ত। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব এবং গল্পের রূপরেখা দাঁড় করিয়েছেন তার সহকারী রাহাত রনি।
নাটকের কাহিনিতে উঠে এসেছে বিয়ের বন্ধনে আবদ্ধ দুটি মানুষের জীবনসংগ্রাম ও আত্মোপলব্ধির গল্প। পারিবারিকভাবে বিয়ে হলেও স্বামী-স্ত্রী দুজনেরই রয়েছে অতীতের স্মৃতি ও সম্পর্ক, যা নিয়ে দাম্পত্য জীবনে নানা জটিলতা তৈরি হয়। তবে ধীরে ধীরে তারা বুঝতে পারেন-জীবনের অতীত থাকতেই পারে, কিন্তু বিবাহোত্তর সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ও সংসারের বন্ধনই প্রকৃত সুখের চাবিকাঠি।
এ নাটকে বিশেষ চরিত্রে অভিনয় করা পার্থ শেখ বলেন,
“গল্পটা এতটাই সুন্দর ছিল যে কাজ করতে ভালো লেগেছে। মারিয়ার সঙ্গে কাজ করাটা সবসময়ই আরামদায়ক। ও পরিশ্রমী ও মনোযোগী অভিনেত্রী। ধারাবাহিকতা ধরে রাখলে ও সামনে অনেক ভালো করবে।”
অন্যদিকে মারিয়া শান্ত বলেন,
“পার্থ ভাইয়ের সঙ্গে আমার আগে থেকেই পরিচয়। একসঙ্গে কাজ করে সবসময় ভালো রেসপন্স পেয়েছি। ‘দুজন দুজনার’ নিয়ে আমি আশাবাদী, দর্শকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাবো। রাজীব ভাই খুব যত্ন নিয়ে কাজটি করেছেন।”
নাটকটির গল্প যতটা বাস্তবসম্মত, ঠিক ততটাই আবেগপূর্ণ। এর আগে এই জুটি ‘পরাণের বায়োস্কাপ’, ‘পীরিতের আধখান’ ও ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’-এই তিনটি নাটকে একসঙ্গে কাজ করে প্রশংসিত হয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, মারিয়ার অভিনয় জীবন শুরু হয় মাবরুর রশীদ বান্নাহর ‘স্পর্শের ছোঁয়া’ নাটক দিয়ে। তবে তার প্রচারিত প্রথম নাটক ছিল ‘লাফাঙ্গা’, যেটি পরিচালনা করেন মেহেদী হাসান হৃদয়। এছাড়া ইমরান ও তানজীব সারোয়ারের গানে মিউজিক ভিডিও মডেল হিসেবেও দর্শকপ্রিয়তা পেয়েছেন মারিয়া।
নাটক ‘দুজন দুজনার’ খুব শিগগিরই দেশের শীর্ষস্থানীয় একটি টিভি চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে বলে জানা গেছে।