বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া-না ফেরার দেশে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জেমস ফোলি। ‘ফিফটি শেডস অব গ্রে’ সিরিজের দুটি পর্ব পরিচালনার মাধ্যমে যিনি বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন, সেই গুণী নির্মাতা গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে মস্তিষ্কের ক্যানসারে ভুগছিলেন।
চলচ্চিত্রপ্রেমীদের কাছে জেমস ফোলি শুধুমাত্র একটি নাম নয়, বরং তিনি ছিলেন একটি যুগের গল্পকার। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রেকলেস’ মুক্তি পায় ১৯৮৪ সালে। এরপর একে একে তিনি উপহার দিয়েছেন ‘গ্লেনগ্যারি গ্লেন রোস’, ‘ফিয়ার’, ‘কনফিডেন্স’, ‘পারফেক্ট স্ট্রেঞ্জার’ এবং ‘দ্য করাপ্টর’ -এর মতো প্রশংসিত চলচ্চিত্র।
তবে তার সবচেয়ে আলোচিত ও বাণিজ্যিকভাবে সফল কাজ ছিল ‘ফিফটি শেডস’ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় পর্ব-‘ফিফটি শেডস ডার্কার’ এবং ‘ফিফটি শেডস ফ্রিড’। মূলপর্ব ‘ফিফটি শেডস অব গ্রে’ পরিচালনা করেননি ফোলি, তবে স্যাম টেইলর-জনসন দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তিনিই পরবর্তী দুটি কিস্তি পরিচালনা করেন। ই. এল. জেমস-এর উপন্যাস অবলম্বনে নির্মিত এই রোমান্টিক থ্রিলার সিরিজ বিশ্বজুড়ে কাঁপিয়ে তোলে বক্স অফিস।
শুধু চলচ্চিত্রেই নয়, টেলিভিশনেও ছিল তার সমান আধিপত্য। তিনি ছিলেন নেটফ্লিক্সের প্রথম দিককার জনপ্রিয় সিরিজ ‘হাউজ অব কার্ডস’ এর অন্যতম প্রধান পরিচালক। এই সিরিজের ১২টি পর্ব পরিচালনা করেন তিনি। পাশাপাশি ‘টুইন পিকস’, ‘বিলিয়নস’ এবং ‘হ্যানিবাল’ -এর মতো সফল সিরিজেও তার সরব উপস্থিতি ছিল।
প্রসঙ্গত, ফোলির পরিচালনা জীবনের শুরুতে তিনি ছিলেন সংগীতজগতেও সক্রিয়। বিশেষ করে ম্যাডোনার তিনটি মিউজিক ভিডিও-‘পাপা ডোন্ট প্রিচ’ ‘লাইভ টু টেল’ এবং ‘ট্রু ব্লু’ পরিচালনা করে তিনি ব্যাপক প্রশংসিত হন। এরপর ম্যাডোনাকে নিয়ে তৈরি করেন সিনেমা ‘হুজ দ্যাট গার্ল’
ফোলির আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হলিউডসহ বিশ্ব চলচ্চিত্রজগত। তার দীর্ঘ কর্মজীবনের অসাধারণ সব সৃষ্টিকর্ম চলচ্চিত্রপ্রেমীদের মনে চিরকাল বেঁচে থাকবে।