সরাইলে ড্রাম ট্রাক কেড়ে নিল যুবকের প্রাণ

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ১২:০৯ পিএম
সরাইলে ড্রাম ট্রাক কেড়ে নিল যুবকের প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বালু ভর্তি বেপরোয়া গতির ড্রাম ট্রাক কেড়ে নিল মো. সাজিদ চৌধুরী প্রকাশ রাজনের (৪২) প্রাণ। গতকাল শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ের লালশালু হোটেল সংলগ্ন স্থানে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে। দুই সন্তানের জনক রাজন উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিম পাড়ার ( চৌধুরী বাড়ির) প্রয়াত মো. আমজাদ আহমপদ চৌধুরীর ছোট ছেলে। 

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকায় পলমল গ্রুপে কর্মরত রাজন ৪-৫ দিনের ছুটি নিয়ে গত বৃহস্পতিবার ঢাকা থেকে স্ত্রী সন্তানদের দেখতে কুমিল্লায় গিয়েছিলেন। কুমিল্লা থেকে মোটর বাইকে করে গতকাল সকালে বোনদের দেখতে নিজের গ্রামের বাড়ি দেওড়ায় গিয়েছিলেন। দেওড়া থেকে ঢাকার উদ্যেশ্যে রওনা দেন রাজন। বিশ্বরোড লালশালু হোটেল বরাবর আসা মাত্র বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক রাজনের মোটরবাইকে সজোরে চাপ দিয়ে দ্রত চলে যায়। বাইকসহ ছিটকে পড়ে রাজন। ঘটনাস্থলেই রাজন মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেননি। রাজনের আকস্মিক মৃত্যুর সংবাদে শোকের ছায়া আসে গোটা দেওড়া গ্রামে। কুট্রাপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিসি ফুটেজ দেখে ঘাতক ট্রাকটিকে সনাক্ত করার চেষ্টা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে