হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩০ জেলেসহ দুটি ফিসিং ট্রলার আটক

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ০৪:৩৬ পিএম
হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩০ জেলেসহ দুটি ফিসিং ট্রলার আটক

নোয়াখালী হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩০ জেলে সহ দুটি ফিসিং ট্রলার আটক করেছে কোষ্টগার্ড। এসময় ট্রলারে থাকা ৫০ মন সামুদ্রিক মাছ এতিম দু:স্থদের মাঝে বিতরণ করে দেওয়া হয়। রোববার ভোরে উপজেলার মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকা থেকে এসব ট্রলার আট করা হয়।

কোষ্টগার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেঘনা নদী থেকে ট্রলার দুটি আটক করা হয়। আটক ট্রলার দুটি গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে তীরে ফিরে আসছেন। এসব ট্রলারে প্রচুর পরিমানে সামুদ্রিক মাছ পাওয়া গেছে। পরে ট্রলার দুটিকে ৩০ জেলেসহ তমরদ্দি স্টেশনে নিয়ে আসা হয়।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটক ট্রলার দুটিকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। আটক জেলেদের মূছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ট্রলারে থাকা মাছ এতিম খানায় দিয়ে দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে সকল ধরনের মাছ ধরা বন্ধ ঘোষনা করা হয়েছে।  এসময় কোন অসাধু জেলে যে সমুদ্রে মাছ শিকার করতে না পারে তাতে কোষ্টগার্ড সহ একাধিক টিম কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে