২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে নোয়াখালী -২ আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী জয়নুল আবদীন ফারুকের নির্বাচনী গনসংযোগে হামলা, বোমাবাজি ও গুলিবর্ষণের মামলায় নোয়াখালীর সেনবাগ থানা পুলিশজ সিএনজি ট্যাক্সি শ্রমিকলীগ সভাপতি জাফর (৪৮) গ্রেফতার করেছে। শনিবার দিবাগত গভীর রাতে তাকে উপজেলার মহিদীপুর এলাকা থেকে থানা পুলিশের একটি বিশেষদল গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত জাফর সেনবাগ উপজেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের নেতা।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান রবিবার দুপুরে বলেন, গ্রেফতারকৃত জাফরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ সব মামলা গ্রেফতার দেখিয়ে তাকে রবিবার দুপুরে নোয়াখালীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।