চিকিৎসক-নার্স যতই নিয়োগ দেওয়া হোক, সাফল্য মিলবে না: স্বাস্থ্য উপদেষ্টা

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১২ মে, ২০২৫, ১২:১৬ পিএম
চিকিৎসক-নার্স যতই নিয়োগ দেওয়া হোক, সাফল্য মিলবে না: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, 

“স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও জবাবদিহির প্রকট অভাব রয়েছে। এ অভাব দূর না হলে চিকিৎসক ও নার্সসহ জনবল যতই নিয়োগ দেওয়া হোক না কেন কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যাবে না।”

“দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাত হাজার সুপারনিউমারি পদ সৃষ্টি ও নতুন তিন হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সাত হাজার সুপারনিউমারি পদ সৃষ্টির মাধ্যমে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হবে”-জানান উপদেষ্টা নূরজাহান বেগম।

আপনার জেলার সংবাদ পড়তে