তালায় মেলে চাষের উপর কর্মশালা

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৩:৫৪ পিএম
তালায় মেলে চাষের উপর কর্মশালা

মঙ্গলবার  সকাল ১০ টায় সাতক্ষীরা তালা উপজেলার  ট্রেনিং হল রুমে  বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের  আয়োজনে  মেলে চাষের উপর  এক কর্মশালা  অনুষ্টিত হয়েছে। উক্ত কর্মশালায় তালা উপজেলার  নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল এর সভাপতিত্বে   ও  মুক্তি ফাউন্ডেশনের   প্রকল্প কোডিনেটর   মোঃ মহিউদ্দীন মোল্যার সঞ্চালনায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা  বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক  প্রপেসর ডক্টর ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুরনা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক  প্রপেসর ডক্টর মতিউল ইসলাম    খুরনা বিশ্ববিদ্যালয়ের  ছাত্র ইমামুল হোসেন বাপ্পি    মুক্তি ফাউন্ডেশনের  পরিচালক  গোবিন্দ ঘোষ  তালা উপজেলার  কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন  তালা  উপজেলার  বি এন পির  সাবেক সাধারন সম্পাদক  অধ্যক্ষ শফিকুল ইসলাম  সাংবাদিক শাহিন আলম  সাংবাদিক  আকবর হোসেন  সাংবাদিক  এম  এ হাকিম  সাংবাদিক  জুলফিকার রাহয়ান খেশরা ইউনিয়নের চেয়ারম্যান  কামরুল ইসলাম লালটু  সহ স্থানীয় নেতৃবৃন্দ ।

আপনার জেলার সংবাদ পড়তে