দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ইসলামপাড়া(গোয়ালপাড়া) গ্রামের কৃষক আবুল কালাম আজাদ তার জমিতে পুদিনা পাতা চাষ করে সফল হয়েছেন।
দিঘলিয়া উপজেলা কৃষি দপ্তর ও সংশ্লিষ্ট কৃষকের সাথে সরেজমিনে যোগাযোগে জানা যায়, দিঘলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ ও পরামর্শে অনুপ্রাণিত হয়ে দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ইসলামপাড়া(গোয়ালপাড়া) গ্রামের কৃষক আবুল কালাম আজাদ তার নিজস্ব ২ শতক জমিতে পুদিনা পাতার চাষ শুরু করেন। পুদিনা পাতা একটা ঔষধি শাক জাতীয় ফসল বিধায় এর চাহিদাও দেশে দিন দিন বেড়েই চলেছে। দিঘলিয়া উপজেলার সেনহাটি, পথেরবাজার, গাজীরহাট, বারাকপুরসহ খুলনা নগরীর দৌলতপুরে বাজারে পুদিনা পাতার চাহিদা খুবই বেশি।
কৃষক আবুল কালাম আজাদের সাথে কথা বলে আরও জানা যায়, তিনি তার এই ২ শতক জমিতে পুদিনা পাতা চাষ করে প্রতি মাসে ৩/৪ মন পাতা কাটেন। মাসে তিনি ১৫ হাজারের ওপরে পুদিনা পাতা বিক্রি করেন। তিনি বছরে দেড় লাখ থেকে ২ লাখ টাকার পুদিনা পাতা বিক্রি করেন।
তিনি এ প্রতিবেদককে আরো জানান, টবে করে বাড়ির আঙ্গিনায়, বাড়ির ছাদের ওপরে টবে করে এ পুদিনা পাতার চাষ করা যায়। অল্প পুঁজিতে ছোট ও সৌখিনভাবে চাষিরা এ পুদিনা পাতা চাষে উদ্বুদ্ধ হতে পারেন।
দিঘলিয়া উপজেলা উপ সহকারী কৃষি অফিসার সাগর সরকার, মনির হোসেন, কামাল হোসেন, আনোয়ারুজ্জামান এ প্রতিবেদককে জানান দিঘলিয়ার গোয়ালপাড়ার পাশাপাশি অন্যান্য এলাকায়ও পুদিনা পাতা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ এ প্রতিবেদককে বলেন, পুদিনা পাতা চাষ সহজ ও সৌখিন। ছোট ও সৌখিন চাষিরা পুদিনা পাতা চাষ করতে পারেন। বাড়ির আঙ্গিনায় ও বাড়ির ছাদে টবে এ পুদিনা পাতার চাষ করতে পারে। দিঘলিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি পুদিনা পাতা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তাদেরকে প্রশিক্ষণসহ নানা সবজির বীজও দেওয়া হচ্ছে।