চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় এক সাংবাদিক গুরুতর আহত হয়েছে । সাংবাদিকের উপর হামলার ঘটনায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ১৫ মে সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ড পৌর সদরে বাসস্ট্যান্ডে সাংবাদিক ইলিয়াস ভূঁইয়ার উপর এ হামলার ঘটনা ঘটে। সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য, ঢাকা প্রতিদিনের সীতাকুণ্ড প্রতিনিধি ও উত্তর চট্টলার নির্বাহী সম্পাদক মোঃ ইলিয়াস ভুঁইয়া তার স্ত্রী সহ অসুস্থ ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে আসলে এ সময় ১০/১২ জনের একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। সাংবাদিকের স্ত্রী ও দুইশিশু সন্ত্রাসীদের হামলার হাত থেকে তাকে রক্ষা করার চেষ্টা করলে এই সময় সন্ত্রাসীরা এই সাংবাদিকদের স্ত্রীকেও লাঞ্ছিত করেছে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত সাংবাদিক ইলিয়াস ভূঁইয়াকে নগরীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী দোসর আবু ,কাইয়ুম ও হেদায়েত এর ইন্ধনে সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়েছে বলে সাংবাদক ইলিয়াস ভূঁইয়া জানিয়েছে। তার স্ত্রী নাছিমা আক্তার স্থানীয় সাংবাদিকদের বলেন, আমার সামনেই সন্ত্রাসীরা রড ও গাছ দিয়ে আমার স্বামীর উপর হামলা নগ্নভাবে হামলা করেছে। তাদেরকে বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাকেও ধাক্কা দিয়ে মাটিতে পেলে দেয় এবং আমার স্বামীকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ইলিয়াস ভূঁইয়ার উপর সন্ত্রাসীদের নগ্ন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবেদন নিয়েছেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক আমার দেশ সীতাকুণ্ড প্রতিনিধি জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দৈনিক সংগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য সচিব দৈনিক ইনকিলাব প্রতিনিধি সুলাইমান মেহেদীসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।