কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় বজ্রপাতে নিরোধ দাস (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং নয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন নিরোধ দাস।
এ সময় ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে তিনি দৌড়ে বাড়ি আসছিলেন। পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।