কর্মকর্তাদের অবরুদ্ধ করে বকেয়া বেতন-বোনাসের দাবি, ২ ঘন্টার আল্টেমেটাম

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৭ মে, ২০২৫, ০১:৩১ পিএম | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০১:৩০ পিএম
কর্মকর্তাদের অবরুদ্ধ করে বকেয়া বেতন-বোনাসের দাবি, ২ ঘন্টার আল্টেমেটাম

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, কেয়ারটেকার ও শিক্ষকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শেরে-বাংলা নগরে পরিকল্পনা কর্মকর্তাদের অবরোধ করে বিক্ষোভ করছেন। আন্দোলনকারীরা দুই ঘণ্টার মধ্যে লিখিত ঘোষণা দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টায় সেখানে অবস্থান নিয়ে কয়েক হাজার শিক্ষক কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেছেন। তারা সেখানে এসেছেন সকাল ৮টায়। 

আন্দোলনের মুখে মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী ২৪ মে তাদের সব দাবি মেনে বিজ্ঞপ্তি দেওয়া হবে। তবে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে দুই ঘণ্টার মধ্যে লিখিত ঘোষণা দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং কর্মকর্তাদের বের হতে দেবেন না বলে জানিয়েছেন।

প্রকল্প কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, “জানুয়ারি থেকে মে পর্যন্ত বকেয়া থাকা বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ, অষ্টম গ্রেডে রাজস্বভুক্ত করাসহ চার দফা দাবির প্রতি পরিকল্পনা মন্ত্রণালয় একমত। এ জন্য তাদের সময় দিতে হবে। তাও তারা প্রত্যাখ্যান করেছেন। তারা দুই ঘণ্টার মধ্যে লিখিত দাবি জানান।”

আপনার জেলার সংবাদ পড়তে