নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, মামলায় ওই গৃহবধূ একই এলাকার পলাশ হাওলাদার ওরফে দা পলাশকে অভিযুক্ত করেছেন। নিষিদ্ধ দল আওয়ামী লীগের কর্মী অভিযুক্ত পলাশের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা রয়েছে। তাকে (পলাশ গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলেও ওসি উল্লেখ করেন।
ভূক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, আমি নদীতে মাছ ধরতে যাওয়ায় প্রতিদিনের মতো আমার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলো। সেই সুযোগে গত ১৬ মে ভোরে আওয়ামী লীগ কর্মী পলাশ বাসায় ঢুকে আমার ঘুমন্ত স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় আমার স্ত্রী ডাকচিৎকার শুরু করলে পলাশ ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। তিনি আরও জানান, স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে কৌশলে পলাশ পালিয়ে যায়।