পেশাদার লিগে মোহামেডানের প্রথম শিরোপা জয়

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৮:২৪ পিএম
পেশাদার লিগে মোহামেডানের প্রথম শিরোপা জয়

বাংলাদেশের ফুটবল ইতিহাসে শনিবার (১৭ মে) দিনটি রয়ে যাবে বিশেষভাবে স্মরণীয় হিসেবে। কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ২-১ গোলে পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ইতিহাস গড়ল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই হারে তিন ম্যাচ হাতে রেখেই ২০২৪-২৫ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে গেল সাদা-কালো জার্সিধারীদের।

২০০৭ সালে পেশাদার লিগ শুরুর পর এই প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেল মোহামেডান। যদিও ঢাকার ফুটবল লিগে এর আগে তারা উনিশবার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু পেশাদার লিগের ট্রফি ছিল অধরাই। দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার পর অবশেষে তারা সফল।

খেলার শুরুতেই আবহাওয়ার বাঁধা পড়ে। ১৮ মিনিটের পর বৃষ্টি ও বজ্রপাতের কারণে কিছু সময় খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলে ফর্টিস এফসি আরও আগ্রাসী হয়ে ওঠে। ১৯তম মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমার পেনাল্টি থেকে গোল করে ফর্টিসকে এগিয়ে দেন। পেনাল্টি অর্জনও করেন তিনিই, ডি-বক্সে ফাউলের শিকার হয়ে।

দ্বিতীয়ার্ধে আবাহনী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ফর্টিসের জমাট রক্ষণে বারবার আটকে যায় তাদের আক্রমণ। ৭৫তম মিনিটে ফর্টিস ১০ জনের দলে পরিণত হলেও খেলায় ছন্দ হারায়নি। বরং ৭৭ মিনিটে সাজেদ হাসান জুম্মন নিঝুমের দূরপাল্লার দুর্দান্ত শটে ফর্টিস ব্যবধান বাড়িয়ে নেয় ২-০ তে।

৮০ মিনিটে ইয়াসিন খানের হেডে গোল করে স্কোরলাইন ২-১ করে আবাহনী। ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তোর ফ্রি-কিক থেকে আসে এই সুযোগ। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পরাজয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।

একই সময়ে প্রায় ১০০ কিলোমিটার দূরে রাজধানীর মতিঝিলে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে শুরু হয় বিজয়ের উৎসব। খেলোয়াড়, কর্মকর্তা, সাবেক তারকা ও শত শত সমর্থক পতাকা হাতে উল্লাসে মাতেন। ক্লাব চত্বর জুড়ে ছড়িয়ে পড়ে ঐতিহ্যবাহী দলের গৌরব ফেরানোর আনন্দ।

১৫ ম্যাচে মোহামেডান অর্জন করেছে ১২ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে সর্বোচ্চ ৩৮ পয়েন্ট। আবাহনী সমান ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তাদের পরে আছে গত মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস (২৫ পয়েন্ট)। সুতরাং বাকি তিন ম্যাচে মোহামেডান হেরেও শীর্ষস্থান হারাবে না।

১৯৩৬ সালে প্রতিষ্ঠিত মোহামেডান স্পোর্টিং ক্লাব সর্বশেষ দেশের শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ২০০২ সালে, যখন প্রিমিয়ার লিগ চালু হয়নি। পেশাদার যুগে এটাই তাদের প্রথম শিরোপা এবং সব মিলিয়ে এটি তাদের ২০তম লিগ শিরোপা। এর মাধ্যমে তারা প্রিমিয়ার লিগ জয়ী পঞ্চম ক্লাব হিসেবে নাম লেখাল- আগের চারটি ক্লাব হচ্ছে আবাহনী লিমিটেড (৬ বার), বসুন্ধরা কিংস (৫ বার), শেখ জামাল ধানমণ্ডি ক্লাব (৩ বার) এবং শেখ রাসেল ক্রীড়া চক্র (১ বার)।

মোহামেডান তাদের বাকি তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ২০ মে রহমতগঞ্জের বিপক্ষে, ২৩ মে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এবং ২৯ মে ফকিরেরপুল ইয়াংমেনস ক্লাবের বিপক্ষে। যদিও শিরোপা নিশ্চিত, তারা চাইবে অপরাজিত থেকেই মৌসুম শেষ করতে।