সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম আনঅফিসিয়াল টেস্টের পঞ্চম ও শেষ দিন ছিল টান টান উত্তেজনায় ভরপুর। শনিবার শেষ বিকেলে এক ওভারের জাদুকরী স্পেলে পুরো ম্যাচের রং বদলে দেন নিউ জিল্যান্ড ‘এ’ দলের তরুণ লেগ স্পিনার আদিত্য আশোক।
বাংলাদেশ ‘এ’ দল যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন মাত্র চার বলের মধ্যে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন আশোক। এরপর দুই ওভার পর শেষ উইকেটটি তুলে নিয়ে ৭০ রানের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে কিউই দল। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউ জিল্যান্ড ‘এ’।
চতুর্থ দিন নিউ জিল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেয় বাংলাদেশের দুই স্পিনার হাসান মুরাদ ও নাঈম হাসান। মাত্র ৪১ রানের ব্যবধানে ৫ উইকেট তুলে নেন তারা। ইনিংসে মুরাদ নেন ৫ উইকেট এবং নাঈম ৪ উইকেট। ফলে মাত্র ২৫৭ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
বাংলাদেশের সামনে তখন জয় পেতে লক্ষ্য দাঁড়ায় ২৪৬ রান। হাতে সময় ছিল প্রায় আড়াই সেশন বা ৭৫ ওভার। এই লক্ষ্য তাড়ার জন্য ওভারপ্রতি মাত্র সাড়ে তিন রান দরকার ছিল।
শুরুর ধাক্কা সামলে ইনিংস গুছিয়ে নিতে শুরু করেন জাকির হাসান ও মাহিদুল ইসলাম। ৫০ রান করেন জাকির, আর অপরপ্রান্তে দৃঢ়তা দেখান মাহিদুল। তবে একপ্রান্তে ব্যর্থতা ছিল বড় ইনিংস গড়তে না পারার। ওপেনার এনামুল হক বিজয় উড়ন্ত সূচনা করেও থেমে যান ১৬ রানে। এছাড়া মাহমুদুল হাসান জয় (৪), অমিত হাসান (৫) ও সোহান (২৭) কেউই ইনিংস বড় করতে পারেননি।
দিনের শেষ সেশনের আগে হঠাৎ নামে বৃষ্টি। প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকে। এই বিরতিতে মনোযোগ হারায় বাংলাদেশের ব্যাটসম্যানরা। ফিরে এসে সোহান, নাঈম ও মুরাদের দ্রুত বিদায়ে বিপদে পড়ে দল।
ম্যাচ বাঁচাতে তখন মাঠে ছিলেন মাহিদুল ইসলাম ও হাসান মুরাদ। একপর্যায়ে ১২ ওভারের বেশি পার করেন তারা। কিন্তু ঠিক তখনই আশোকের ম্যাজিক স্পেল-এক ওভারে তুলে নেন তিন উইকেট। পরে লেনক্সের বোলিংয়ে ধরা পড়েন খালেদ আহমেদ, আর নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে পরাজয় দেখেন মাহিদুল, যিনি অপরাজিত ছিলেন ৫৭ রানে।
বাংলাদেশ ‘এ’ দল শেষ ৩১ রানে হারায় শেষ ৬ উইকেট।
নিউ জিল্যান্ড ‘এ’ দলের জয়ে বড় অবদান লেগ স্পিনার আদিত্য আশোকের। তিনি ১৭ ওভারে ৫৪ রানে নেন ৫ উইকেট। তার এক ওভারেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। এছাড়া বাঁহাতি স্পিনার জেডন লেনক্স নেন ৩ উইকেট।
বাংলাদেশের পক্ষে হাসান মুরাদ প্রথম ইনিংসে নেন ৫ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৩তম পাঁচ উইকেট প্রাপ্তি।
সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ শুরু হবে আগামী বুধবার (২১ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।