টি-টোয়েন্টিতে বাবরের সেরা একাদশে নেই কোহলি ও বুমরাহ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৮:২৬ পিএম
টি-টোয়েন্টিতে বাবরের সেরা একাদশে নেই কোহলি ও বুমরাহ

পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের পছন্দের সেরা একাদশ ঘোষণা করেছেন। তবে চমক হিসেবে এই তালিকা থেকে বাদ পড়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার-বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহ। বিস্ময়ের আরও জায়গা তৈরি হয়েছে এই কারণে যে, নিজের নামও রাখেননি বাবর, যিনি কিনা এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৪২২৩)।

শনিবার (১৭ মে) প্রকাশিত এক পডকাস্ট সাক্ষাৎকারে ‘জালমি টিভি’কে দেওয়া এক আলোচনায় এই একাদশ প্রকাশ করেন বাবর আজম। তিনি ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান মিলিয়ে একাদশ সাজিয়েছেন।

বাবরের একাদশে ভারতের হয়ে জায়গা পেয়েছেন দুই ব্যাটসম্যান-রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত (৪২৩১ রান) সম্প্রতি এই ফরম্যাট থেকে অবসর নেন। একইসঙ্গে বিদায় নেন কোহলিও, যিনি টি-টোয়েন্টিতে ৪১৮৮ রান করেছিলেন। তবে দুইজনের মধ্যে রোহিতের প্রতি বাবরের আস্থা ফুটে উঠেছে একাদশে তার জায়গা দেওয়ার মাধ্যমে।

রোহিতের ওপেনিং সঙ্গী হিসেবে আছেন বাবরের দেশ পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তিন নম্বরে ফখর জামান, চার নম্বরে সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের জস বাটলার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।

অলরাউন্ডার হিসেবে একমাত্র জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন। স্পিন আক্রমণে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান, যিনি দীর্ঘদিন ধরেই বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা স্পিনার হিসেবে পরিচিত।

পেস বোলিং বিভাগে বাবর বেছে নিয়েছেন তিনজন বিশ্বমানের বোলার-অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক এবং ইংল্যান্ডের গতিদানব মার্ক উড।

বাবরের বাছাই করা টি-টোয়েন্টি একাদশ:

১. রোহিত শর্মা (ভারত)

২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)

৩. ফখর জামান (পাকিস্তান)

৪. সূর্যকুমার যাদব (ভারত)

৫. জস বাটলার (ইংল্যান্ড)

৬. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)

৭. মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা)

৮. রশিদ খান (আফগানিস্তান)

৯. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)

১০. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

১১. মার্ক উড (ইংল্যান্ড)

বাবরের এই একাদশ অনেকের জন্যই বিস্ময়ের জন্ম দিয়েছে। নিজেকে না রাখায় তার আত্মনিবেদন ও আত্মসমালোচনার মনোভাব প্রশংসিত হচ্ছে। তবে কোহলি বা বুমরাহর মতো কিংবদন্তি খেলোয়াড়দের উপেক্ষা করা নিয়ে চলছে আলোচনা। কেউ কেউ মনে করছেন, এটি একান্তই তার ব্যক্তিগত পছন্দ, কেউ আবার একে দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে।

আপনার জেলার সংবাদ পড়তে