‘হেরা ফেরি ৩’-এ নেই বাবুভাইয়া, সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৮:৩২ পিএম
‘হেরা ফেরি ৩’-এ নেই বাবুভাইয়া, সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল

হাসির সিনেমার ইতিহাসে এক অনন্য নাম ‘হেরা ফেরি’। পর্দায় রাজু, শ্যাম আর বাবুভাইয়ার জুটি দর্শকের হৃদয়ে এমনভাবে গেঁথে আছে, যা সময়ের স্রোতেও মলিন হয়নি। সেই আবেগকে ঘিরে তৈরি হতে চলেছে বহু প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’। কিন্তু এই খুশির খবরের মাঝেই এলো এক বড় দুঃসংবাদ-এই কিস্তিতে থাকছেন না বাবুভাইয়া চরিত্রের অভিনেতা পরেশ রাওয়াল।  বৃহস্পতিবার ভারতের জনপ্রিয় দৈনিক হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল নিশ্চিত করেন, তিনি আর ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির অংশ নন। নির্মাতাদের সঙ্গে মতের অমিলের কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। যদিও সেই মতানৈক্যের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।

এই খবর প্রকাশের পরই ভেঙে পড়ে লক্ষ লক্ষ অনুরাগীর মন। কারণ, বাবুভাইয়ার অনবদ্য সংলাপ, সময়জ্ঞান আর অভিনয়ের ছন্দ পুরো ছবির ভারসাম্য রক্ষা করত। তাঁর উপস্থিতি ছাড়া 'হেরা ফেরি' যেন আত্মাহীন হয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন-বাবুভাইয়ার জায়গায় কি কেউ সত্যিই মানিয়ে নিতে পারবেন?

২০০০ সালে প্রখ্যাত পরিচালক প্রিয়দর্শন নির্মিত প্রথম ‘হেরা ফেরি’ ছবিটি যেমন বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল, তেমনি ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফির হেরা ফেরি’-তেও এই ত্রয়ীর রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। দীর্ঘ উনিশ বছর পর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে আবারও চর্চা শুরু হলে, দর্শকমনে জাগে নতুন করে উত্তেজনা ও নস্টালজিয়া।

২০২২ সালে ‘হেরা ফেরি ৩’-এর পরিকল্পনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। এমনকি মহরতও হয়ে গেছে। কিন্তু এই নতুন মোড় পুরো আবেগটাই যেন থমকে দিল। এখন পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে সিনেমার গল্প, কাস্টিং বা পরবর্তী পরিকল্পনা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে বহু দর্শক এখনো আশাবাদী, মতপার্থক্য মিটে যাবে এবং ফের একত্রিত হবে পুরোনো সেই হাসির জুটি। কেননা ‘হেরা ফেরি’ শুধুই একটি সিনেমা নয়-এটা একাধিক প্রজন্মের বড় হয়ে ওঠার স্মৃতির অংশ, প্রাণভরে হাসার আরেক নাম।

আপনার জেলার সংবাদ পড়তে