এলাকায় শোকের ছায়া

কালিয়াকৈরে পা পিছলে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ১১:০৬ এএম
কালিয়াকৈরে পা পিছলে পানিতে পড়ে শিশুর মৃত্যু
কালিয়াকৈর পা পিছলে পানিতে পড়ে শিশুর মৃত্যু কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে শিশু তামিম হোসেন (৫) মৃত্যু হয়েছে। তামিম হোসেন উপজেলার ভাউমান গ্রামের মো. শাহজাহান মিয়ার পুত্র। জানা যায়, উপজেলার ভাউমান গ্রামে রোববার ( ১৮ মে) বেলা এগারো টায় তামিম অন্যদের সাথে খেলতে যায়।

বেশ কিছু সময় পর তামিমকে না পেয়ে তার মা খুঁজতে থাকে। শিশুরা বলে যে তামিম পানিতে ডুব দিছে। তামিমের মা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তামিমকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে।পরে তাকে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার জেলার সংবাদ পড়তে