অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ

সীতাকুণ্ডে শিক্ষার মান উন্নয়নে এডভাইজারি কমিটি গঠন করা হবে

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০২:০৮ পিএম
সীতাকুণ্ডে শিক্ষার মান উন্নয়নে এডভাইজারি কমিটি গঠন করা হবে

চট্টগ্রামের সীতাকুণ্ডে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার মান উন্নয়নে সকল এডহক কমিটিকে মনিটরিং করার জন্য শিক্ষাবিদ, অভিভাবক ও বিভিন্ন স্টক হোল্ডারদের থেকে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের দিয়ে এডভাইজারী কাউন্সিল গঠন করে দেবেন। এডভাইজারি কমিটি  অধ্যাপক আসলাম চৌধুরী সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সকল ছাত্র ছাত্রীদের সন্ধ্যার পর কমপক্ষে দুই ঘন্টা পড়ার টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ার অভ্যাস তৈরী করতে অভিভাবকদের অনুরোধ করেন। তাছাড়াও অভিভাকদের সচেতন হতে হবে সন্তানের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে। ভাল শিক্ষাঙ্গন নিশ্চিতে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ।


রোববার ১৮ মে সকাল ১১ টায় ছলিমপুর ইউনিয়নে লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।


লতিফপুর স্কুল মাঠে এডহক কমিটির সভাপতি মাহবুব ই খোদা মোর্শেদ এর সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম ও সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলী আকবর।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন স্কুলের ছাত্রী ফাওজিয়া আবিদা, গীতা পাঠ করেন স্কুলে ছাত্রী প্রত্যাশা দে। 


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড বিএনপি নেতা মোরসালিন, ছলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর, সদস্য সচিব খ ম নাজিম উদ্দিন, সাবেক সদস্য সচিব নুরুল আজম, ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন,  সাধারণ সম্পাদক সালামত আলী, স্কুলের ছাত্রী ফাতেমা তুজ জহুরা প্রমূখ। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা মনজুরুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক জাহিদুল হাসান জাহেদ, যুবদল নেতা ফজলুল করিম চৌধুরী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে