বরগুনায় আ’লীগ নেতা গ্রেপ্তার

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০৪:৩০ পিএম
বরগুনায় আ’লীগ নেতা গ্রেপ্তার

বরগুনার আমতলী উপজেলার নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুল আহসান নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ মে) রাতে বরগুনার রেডক্রিসেন্ট অফিসের সামনে থেকে বরগুনা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানাগেছে, আমতলী উপজেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি সাবেক পৌর মেয়র নাজমুল আহসান নান্নু ব্যক্তিগত কাজে বরিবার সকালে বরগুনা যান।

বরগুনা থেকে রাতে ফেরার পথে রেডক্রিসেন্ট অফিসের সামনে থেকে বরগুনা থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। 

বরগুনা থানার  অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে