মুক্তিযুদ্ধকালে ৩৫ জন নিহতদের স্মরণে গোমস্তাপুরে হরিনাম যজ্ঞানুষ্ঠান

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০৮:০৫ পিএম
মুক্তিযুদ্ধকালে ৩৫ জন নিহতদের স্মরণে গোমস্তাপুরে হরিনাম যজ্ঞানুষ্ঠান

১৯৭১ সালের ২৪ এপ্রিল পাকহানাদার কর্তৃক হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। নিহতের শান্তি কামনায় গোমস্তাপুর কামার পাড়া শ্রী শ্রী দুর্গা স্মৃতি মন্দির কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার রঞ্জন দাশের সহধর্মিণী সৌদামিনী দাশ এই যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটি সভাপতি কমল চক্রবর্তী। কমিটির সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার দাসের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাশ, নাচোল কলেজের প্রভাষক ডঃ অজিত কুমার দাস, বিশিষ্ট সমাজসেবক মঙ্গল দত্ত, সমাজসেবক রাজকুমার মন্ডল। পরে মুক্তিযুদ্ধ চলাকালীন নিহতের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উল্লেখ্য হরিনাম যজ্ঞা অনুষ্ঠানে ৫টি দল অংশগ্রহণ নিচ্ছে। দলগুলো হলো ঢাকা তাঁতি বাজার প্রীতম মণ্ডল, বগুড়া প্রণতি দেবী, নওগাঁ প্রদীপ চক্রবর্তী, নওগাঁ সজীব দাস ও নওগাঁ নাম কীর্তন।

আপনার জেলার সংবাদ পড়তে