ছোট ভাইকে হাতুড়িপেটা, বিচার চাওয়ায় বড় ভাইয়ের পায়ের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০৩:৩৮ পিএম
ছোট ভাইকে হাতুড়িপেটা, বিচার চাওয়ায় বড় ভাইয়ের পায়ের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা

পটুয়াখালীর বাউফলে ছোট ভাইকে হাতুড়িপেটা করার বিচার চাওয়ায় বড় ভাইয়ের পায়ের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ৮টার দিকে বাউফল পৌর শহরের হাসপাতাল সড়কে এই ঘটনা ঘটে। 

আহত ওই দুই সহোদরের নাম মো. তাওসিফ ইসলাম অর্ক(১৭) ও মো. সূর্য খান। অর্ক পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১মে) দুপুরে অর্কের ছোট ভাই মো. সূর্য খাঁনকে(১৪) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে দূর্বৃত্তরা। এ ঘটনার হামলাকারীদের বিচার দাবীতে গতকাল  বুধবার বিকেল ৪টার দিকে বাউফল পৌর শহরে মানববন্ধন ও মিছিল করে সূর্যের সহপাঠীরা। এই মানববন্ধন কর্মসূচীতে অর্ক অংশগ্রহণ করে এবং তার ছোট ভাইয়ের উপর হামলাকারীদের বিচার দাবী করে। 

অর্কের বাবা তৌহিদুল ইসলাম খাঁন ফয়সাল বলেন, বুধবার রাত অনুমান সোয়া ৮টার দিকে অর্ক মটরসাইকেলযোগে বাসায় ফেরার সময় উপজেলা শ্রমিক লীগের নেতা সফিজ সিকদারের নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী আমার ছেলের শার্ট টেনে  বাইক থেকে রাস্তায়  ফেলে কুপিয়ে জখম করে। তার ডান পায়ের তিনটি রগ কেটে দেয়। ঘটনার পর স্থানীয় লোকজন অর্ককে উদ্ধার  করে বাউফল হাসপাতালে নিয়ে আসে।

বাউফল  হাসপাতালের জরুরী  বিভাগের চিকিৎসক ডা. শাহারুখ বলেন,  অর্কের ডান পায়ের জখম গুরুতর। তিনটি রগ কেটে  গেছে। অবস্থা খারাপ হওয়ায় তাকে ররিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাকে পাঠানে হয়েছে।

এ ঘটনায় শ্রমিকলীগ নেতা সফিজ সিকদারের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে তাঁর স্বজনরা এমন দাবী অস্বীকার করেছেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি, দেখছি।

আপনার জেলার সংবাদ পড়তে