কয়রায় গ্রাম আদালত বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন ( ৩য় পর্যায়) প্রকল্পের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭ টি ইউনিয়নের ইউপি সদস্যরা অংশ গ্রহন করেন। গতকাল বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৩ টায় প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, গ্রাম আদালত সক্রীয়করন করতে হবে। এতে করে গ্রামীন জনপদের মানুষ সেবা পাবে। এ ক্ষেত্রে সকল ইউপি চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।