খুলনা রেঞ্জে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০৪:৫৫ পিএম
খুলনা রেঞ্জে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন

সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১ টায় এ উপলক্ষে শোভাযাত্রা শেষে নলিয়ান রেঞ্জ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম। রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী, নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিপুণ কান্তি মন্ডল, বিশাখা মন্ডল, নাজমুল মালী, শিক্ষার্থী তন্ময় কুমার মন্ডল, আফিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে