শোক সংবাদ
বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আড়াইগঞ্জ এলাকার কৃতি সন্তান দানবীর খ্যাত বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম বুধবার রাত ১১ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, চার ছেলে ও অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন। বেগম সুফিয়া মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় গোয়ালবাথান সুফিয়া মডেল হাই স্কুল মাঠ, বেলা ১২ টায় গোলামনবী মডেল স্কুল মাঠ এবং বাদ জোহর নিজ গ্রামের আড়াইগঞ্জ আজিম উচ্চ বিদ্যালয় মাঠে ৩য় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।