২০২৪-২৫ অর্থবছরের ১১তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রধান সভা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয়েছে।
শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরাও যোগ দিয়েছেন।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের সভায় ১০টি প্রকল্প (নতুন ও সংশোধিত) অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
ইউএনবি এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, একনেক সভা শেষে সমসাময়িক বিষয়ে আলোচনা করতে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।