মার্ভেলের বহুল কাঙ্খিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমস ডে’ আর ‘সিক্রেট ওয়ার্স’-দুটোই পিছিয়ে গেল প্রায় সাত মাস! আর এই সুযোগে মার্ভেলের ঐতিহাসিক মে মাসের স্লটে ঢ়ুকে পড়ল অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপের জনপ্রিয় ছবি ‘দ্য ডেভিল ও্যায়রস প্রাডা’-এর সিক্যুেয়ল! সহজ কথায়, আগে যেখানে ‘অ্যাভেঞ্জার্স: ডুমস ডে’ -এর মুক্তির তারিখ ছিল ২০২৬ সালের ১ মে, এখন সেটা সরিয়ে রাখা হয়েছে ১৮ ডিসেম্বর ২০২৬। অন্যদিকে, এটির সিক্যুেয়ল ‘সিক্রেট ওয়ার্স’ পাবে ১৭ ডিসেম্বর ২০২৭-এ, অর্থাৎ এক বছর পর-একেবারে ক্রিসমাসের সময়। গত বৃহস্পতিবার বিকেলে ডিজনি তাদের আসন্ন চলচ্চিত্র তালিকার একটি ব্যাপক পরিবর্তন উন্মোচন করার সময় এই ঘোষণাটি দেয়। তার মধ্যে ছিল বেশ কয়েকটি শিরোনামহীন মার্ভেল প্রকল্প অপসারণ। ডিজনি সংস্থার অন্যতম অধিকর্তা বব ইগারসাফ বললেন, ‘মার্ভেল একটু বেশিই কনটেন্ট বানিয়ে ফেলছিল। সিনেমা আর সিরিজ মিলিয়ে ফোকাস হারিয়ে ফেলেছিল। এখন থেকে কোয়ালিটি ছবিই আমাদের মূল লক্ষ্য।’ এদিকে রবার্ট ডাওনি জুনিয়র ফের একবার ফিরছেন মার্ভেল ইউনিভার্সে, তবে এবার আয়রন ম্যান হিসেবেবে নয়-তিনি হবেন প্রধান খলচরিত্র ‘ডক্টর ডুম’! এমসিইউ-র অন্যতম আইকনিক ডিরেক্টর রুশো ব্রাদার্স এই দুটো ছবির পরিচালনা করছেন। আবার ‘সিক্রেট ওয়ার্স’-এ বহু পুরনো ও নতুন অ্যাভেঞ্জার একসঙ্গে স্ক্রিনে ফিরতে পারেন। ‘ডুমস ডে’ হতে চলেছে মার্ভেলের ইতিহাসে অন্যতম ডার্ক, মেগা স্কেল ফিল্ম-যেখানে ‘মাল্টিভার্স’-এর দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। সিক্রেট ওয়ার্স কমিক বুক ইতিহাসে মার্ভেলের সবচেয়ে বড় মাল্টি-হিরো যুদ্ধ।