মাসিক আইনশৃঙ্খলা সভায়

অনিয়ম দূর্নীতি মাদক যানজটমুক্ত সরাইল গড়ার অঙ্গীকার

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০৫:৪২ পিএম
অনিয়ম দূর্নীতি মাদক যানজটমুক্ত সরাইল গড়ার অঙ্গীকার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অনিয়ম দূর্নীতি মাদক ও যানজটমুক্ত সরাইল গড়ে বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের হল রূমে নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অঙ্গীকার করেছেন বক্তারা। উপজেলা ও পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও ছাত্র প্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন-সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান, সরাইল উপজেলা বিএনপি’র সাবেক সম্পাদক ও পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট নুরূজ্জামান লস্কর তপু, উপজেলা জামায়াতের আমীর মো. এনাম খাঁন, সেনা সদস্য সার্জেন্ট রাসেল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মনসুর আহমেদ , সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন, সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আশিক চৌধুরী, সরাইল প্রেসক্লাবের সম্পাদক মো. তৌফিক আহমেদ তফছির, সাংবাদিক মো. শরীফ উদ্দিন, ছাত্র প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ ও মো. মামুন প্রমূখ। বক্তারা সরাইলে পিডিবিসহ বিভিন্ন সেক্টরে অনিয়ম দূর্নীতি, অনুমোদন বিহীন পশুর হাট, মাদকের বিস্তৃতি, সরাইল সদরে সময়ে অসময়ে তীব্র যানজট, পিছিয়ে পড়া নৈতিক শিক্ষা, সংবাদ ও সাংবাদিকদের কর্মকান্ড দায়িত্ব পালন, আইন শৃঙ্খলা সভার বিশৃঙ্খলার বিষয়ে বিশদ আলোচনা করেন। এসব সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা সভার সদস্য ও পরিবার থেকে শুরূ করে উপজেলা পর্যন্ত সকল পর্যায়ের দায়িত্বশীল লোকজন দায়িত্ব নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। দাঙ্গা মাদক প্রতিরোধ ও ফসলি জমি পুকুর কাটার বিরূদ্ধে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করায় ইউএনও ও ওসি কে ধন্যবাদ জানান বক্তারা। সেই সাথে ফ্যাসিস্টদের বিরূদ্ধে ২৪ এর আন্দোলনে নিহত বীর শহিদদের রূহের মাগফিরাত কামনা করে গণহত্যাসহ বিভিন্ন মামলার আসামীদের গ্রেপ্তারের দাবী জানান। সবশেষে ইভটিজিং ও মাদক প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা মো. জয়নাল আবেদীনকে সম্মাননা স্বারক প্রধান করেছেন উপজেলা প্রশাসন। বদলি জনিত কারণে ওই সভায় আবেগ আপ্লোত বক্তব্যের মাধ্যমে সরাইলবাসীর কাছ থেকে বিদায় নিয়েছেন এস আই জয়নাল আবেদীন। সরাইলবাসীর পক্ষে জয়নাল আবেদীনের ৩ বছর কর্মকালীন সময়ের ভূঁয়োশি প্রশংসা করেছেন বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন।