হাসিনার মত আর যেন কোন স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে: সারজিস

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ মে, ২০২৫, ০৪:০৬ পিএম
হাসিনার মত আর যেন কোন স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে: সারজিস

মঙ্গলবার বেলা ১২টায় ঘোড়াঘাট আজাদমোড় রাজলক্ষী চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি)আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন যুগ্ন আহ্বায়ক সারোয়ার তুষার,ড.আতিক মোজাহিদ,আলী নাসের খান ,যুগ্ন মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন,আবু সাইদ লিয়ন ও আল মেহরাজ শাহরিয়ার মিথুন। সভাপত্বি করেন প্রভাষক আব্দুল মান্নান সরকার,সংগঠক ঘোড়াঘাট উপজেলা। পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, ফ্যাসিষ্ট হাসিনার মত আর যেন কোন স্বৈরাচার ক্ষতায় না আসতে পারে সে জন্য আপনারকে সতর্ক থাকতে হবে। সভা শেষে তিনি হাকিমপুর উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে তিনি রংপুর থেকে এসে দুপুর সাড়ে ১২টায় ঘোড়াঘাটের পথসভায় যোগ দেন। 

আপনার জেলার সংবাদ পড়তে