“ভূমি সেবা,নিয়মিত ভূমি কর প্রদান করি, নিজের ভূমি নিজে সুরক্ষা রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে জনগনকে ভুমি বিষয়ক সকল সেবা প্রদান করে তাদের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র বিমোচন ভূমি মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পালিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ-২০২৫। ২৫ মে থেকে শুরু হওয়া ভূমিসেবা সপ্তাহে নানা কর্মসূচী গ্রহণ করেছে স্থানীয় ভূমি অফিস। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭) সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভুমি কাজী রবিউস সারোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান হোসাইন শাকিল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্রার্চায্য,একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন ও সাংবাদিক আকতার হোসেন ভূইয়া। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সরকারি কর্মকর্তা,ভূমি অফিসের কর্মকর্তা,তহশীলদারগন উপস্থিত ছিলেন । এর আগে উপজেলা সদরে একটি র্যালী বের করা হয়।