চট্টগ্রামের হাটহাজারীতে যুবনেতা রাজনীতিক মোঃ জসিম উদ্দিন সিকদারের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল সোমবার সন্ধ্যায় জেলা পরিষদ মার্কেটে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি এস এম জামাল উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সাজেদা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাগৃতির প্রাক্তন সভাপতি মোহাম্মদ আছলাম মোরশেদ। বক্তব্য রাখেন সাংবাদিক কে এম ইউসুফ, সাংবাদিক বোরহান উদ্দিন, সাংবাদিক রেজাউল হাসান মিন্টু, সমাজসেবক আলহাজ্ব কবির আহমদ, চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী আনিসুর জামান সোহেল, রাউজান স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক এস,এম,ইউসুফ, মরহুম জসিম উদ্দিন সিকদার এর একমাত্র সন্তান ফাহিম সিকদার, আবদুল মালেক, মো:রাফি এস,এম,রিয়াজ ও এস,এম,সিরাজ, মোহাম্মদ টিটো, হাফেজ আহমদ সামসু প্রমুখ।