সাতকানিয়ায় ধর্ম উপদেষ্টার বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও অনূদান

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৭ মে, ২০২৫, ০৫:৫২ পিএম
সাতকানিয়ায় ধর্ম উপদেষ্টার বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও অনূদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. আ. ফ. ম খালিদ হোসেন চট্টগ্রামের সাতকানিয়ায় দিনভর ব্যস্ততম সময় অতিবাহিত করেছেন। তিনি ২৭ মে মঙ্গলবার দিনব্যাপী সরকারী সফরে সাতকানিয়া এসে বিকালে মাদার্শা ইউনিয়নের বাবুনগর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাদার্শা ছড়া খাল খনন  ও তীর সংরক্ষণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, সরকারের যাকাত তহবিলের পক্ষ হতে প্রতিজনকে দশ হাজার করে ৬৪ জনকে সরকারী অনূদানের চেক বিতরণ করেন এবং নিজ পিতা - মাতার নামে প্রতিষ্ঠিত নুর - হাবিবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গ্রামের প্রায় ২৫০টি দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করেন।

এসময় ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সারোয়ার আলম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিল্টন বিশ্বাস, সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিসেস ফারিস্তা করিম, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ড ও সাতকানিয়া উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে