শ্রীমঙ্গলে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারন দু'দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০২:৪৯ পিএম
শ্রীমঙ্গলে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারন দু'দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ

শ্রীমঙ্গলে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের আওতায় দুু'দিনব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকাল  ১১ টায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।

এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক, মো. ফরহাদ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান। প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহন করেন। এরমধ্যে ৪০ জন কৃষক এবং ২০ জন কৃষাণী অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে