বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে

মানিকছড়িতে তামাক চাষিদের ছাগল ও উপকরণ বিতরণ

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৬:৩৪ পিএম
মানিকছড়িতে তামাক চাষিদের ছাগল ও উপকরণ  বিতরণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের  হালদা নদীর উজানে মানিকছড়িতে হালদা পাড়ের তামাক চাষিদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিনা মূল্যে ছাগল ও প্রতিপালনের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সমাবেশে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আয়োজনে এসব বিতরণ করা হয়।এতে প্রতিজন চাষীকে ২ টি ছাগল, ১ টি ছাগল প্রতিপালনের ঘর, খাদ্যও ঔষধ বিতরণ করেন প্রকল্প পরিচালক মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত তামাক চাষিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড,রাজু আহমদ, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা   আফরোজ ভুঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান, ও পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস প্রমূখ। 

এই সময় বক্তারা বলেন হালদা নদী দেশের অমূল্য সম্পদ। এই নদী দেশের মৎস্য খাতের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। নদীকে রক্ষা করা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। নদী রক্ষায় সকল ভেদাভেদ ভুলেগিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। হালদা নদীর উজানে  মানিকছড়ি অংশের দুই পাড়ে অবাদে বিষাক্ত তামাক চাষের ফলে প্রতিনিয়ত দূষিত হচ্ছে নদীর পানি। ফলে হালদার মুল অংশে ব্যাহত হচ্ছে মাছের প্রাকৃতিক প্রজনন। নদীর জীব বৈচিত্র্য, মাছের জীবন ও হালদার পরিবেশ রক্ষায় হালদা পাড়ের তামাক চাষিদের এগিয়ে আসতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা আশ্বাস দেন বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে