সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, আলোকচিত্র একটি অত্যন্ত ক্ষমতাশীল মাধ্যম। ভাষা যেটা ব্যক্ত করতে পারে না, কিন্তু একটি ছবি হাজারটা কথা ব্যক্ত করতে পারে। আমরা এই ক্ষমতাটা... আপনারা যারা এই দক্ষতা ধারণ করেন এবং এই ইতিহাসটা যুগ যুগ ধরে ছবির মধ্য দিয়ে রক্ষা করছেন তারা হলেন ফটোসাংবাদিক। ফটোসাংবাদিকদের এই আজকের রূপসী বাংলা প্রদর্শনী, বাংলার রূপ মানুষের সম্মুখে আনতে চায়। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদশর্নী ও প্রতিযোগিতা ‘রূপসী বাংলা’ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলোকচিত্রীদের উদ্দেশে উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, আপনাদের কাছে আমার একটা ছোট দাবি আছে, এই মুহূর্তে আমার দেশের বাচ্চারা, নারীরা, তরুণীরা, পুরুষ সমাজ, ছেলেমেয়েরা খুব সংকটে আছে। নানান রকম অত্যাচার, নির্যাতনের শিকার হচ্ছে। আপনারা শুধু নির্যাতন-বর্বরতার ছবি নয়। আমাদের আশার আলো দেখান। এই বাচ্চাদের পাশে দাঁড়ান। আমাদের মন্ত্রণালয় এককভাবে তাদের সুরক্ষিত রাখতে পারবে না। এটা সকল মানুষকে করতে হবে। আমরা এই দেশটাকে সুন্দর, সুরক্ষিত করে গড়ে তোলার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার দ্বিতীয়বার যে সুযোগ পেয়েছি, আপনারা মেধাবী, যে পেশায় বিরাজমান সেই ক্ষমতায় আমাদের পাশে দাঁড়ান। আমরা দেশটাকে সুন্দর করে তুলবো। নতুন করে গড়ে তুলবো। ধর্ম-বর্ণ সকলের ঊর্ধ্বে গিয়ে দেশের ভালো কাজই হোক আমাদের রাজনীতি। আলোকচিত্র প্রতিযোগিতায় ১ম হয়েছেন দৈনিক পূর্বদেশ পত্রিকার এম. হায়দার আলী, ২য় স্থান অধিকার করেন দেশকাল নিউজ এর শামরুল হক রিপন এবং ৩য় স্থানের জন্য নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের মো. রাশেদ। বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসীনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, প্রজাতন্ত্র কিউবার অনারারী কনস্যুল ওবেইদ জায়গীরদার, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, বিপিজেএর সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সিনিয়র সহসভাপতি মশিউর রহমান সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান চৌধুরী রাজিবসহ বিপিজএ সদস্যরা।