জাপান সেই বন্ধু, যে বন্ধু কঠিন সময়ে পাশে দাঁড়ায়: ড. ইউনূস

এফএনএস অনলাইন:
| আপডেট: ৩০ মে, ২০২৫, ০৫:১০ পিএম | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৫:১০ পিএম
জাপান সেই বন্ধু, যে বন্ধু কঠিন সময়ে পাশে দাঁড়ায়: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার টোকিওর জেট্রো সদর দপ্তরে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাইকা যৌথভাবে করা ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ এর আয়োজনে যোগ দিয়ে বললেন, 

“আমি এখানে এসেছি আপনাদের ধন্যবাদ জানাতে এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে। আমরা বড় বিপদের মধ্যে আছি। আক্ষরিক অর্থেই বাংলাদেশ ১৬ বছরের একটি ভূমিকম্প পার করেছে। সবকিছু ভেঙে পড়েছে। আমরা এখন টুকরো টুকরো করে গুছিয়ে তোলার চেষ্টা করছি। একজন ভালো বন্ধু কঠিন সময়ে পাশে দাঁড়ায় এবং জাপান সেই বন্ধু। আমাদের কাজ হলো অসম্ভবকে সম্ভব করা এবং আপনারা আমাদের সঙ্গী ও বন্ধু। এটি বাস্তবে রূপ দিন।”

ড. মুহাম্মদ ইউনূস আরও যোগ করে বলেন, “আমরা ইতিহাসকে দেখাতে চাই যে, এটি সম্ভব হয়েছে, তা-ও নিখুঁতভাবে। অন্য একটি বাংলাদেশের ভিত্তি স্থাপন করুন, যাকে আমরা নতুন বাংলাদেশ বলি। তাই আমাদের কাজ হচ্ছে একসাথে সেই নতুন বাংলাদেশ সৃষ্টি করা। আপনাদের সহযোগিতায় এটি বাস্তবায়নযোগ্য এবং আমরা ইতোমধ্যে তার ভিত্তি স্থাপন করেছি।”

মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণে সম্প্রতি জাপানের পেন্টা-ওশান কনস্ট্রাকশন এবং টিওএ করপোরেশনের সঙ্গে বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে। এমআইডিআই উদ্যোগের মূল ভিত্তি এ সমুদ্রবন্দর প্রকল্পে সহায়তা করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

এজন্য জাপানকে ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান বলেন, “এটি পিছিয়ে থাকা একটি দেশের অর্থনীতির ভিত্তি গড়ে দিয়েছে। এটি কেবল অর্থ উপার্জনের বিষয় নয়। এটি মানুষের জীবন বদলে দেওয়ার ব্যাপার।”

সমুদ্র যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশকে লাখ লাখ মানুষের ‘দরজা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নেপাল, ভুটান ও ভারতের উত্তরপূর্বাঞ্চলের সাতটি রাজ্যের মানুষের সমুদ্রে যাতায়াতের পথ হতে পারে বাংলাদেশ।

“মাতারবাড়ি হচ্ছে বাকি বিশ্বের জন্য দরজা। আমরা তাদের জন্য এই দরজা খোলা রাখব”বলেন প্রধান উপদেষ্টা।

সেমিনারে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প বিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার তাকেউচি শিনজি বলেন, বাংলাদেশ হলো একটি কৌশলগত বিন্দু যা এশিয়াকে সংযুক্ত করে এবং এই অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।