চাঁদপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসের র‍্যালি ও সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৫:৪৭ পিএম
চাঁদপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসের র‍্যালি ও সভা

"তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ মে, বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ চাঁদপুর জেলায়  সচেতনতা বৃদ্ধির নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে । এ উপলক্ষ্যে সকাল দশটায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং সম্মেলন কক্ষে আয়োজন করা হয় র‍্যালি ও সচেতনামূলক সভা। অনুষ্ঠানের সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। 

এ সময় তিনি বলেন, তামাক হল মাদকে আসক্তের প্রাথমিক স্তর।এটা থেকে হাতেখড়ি হয়। একটা মানুষকে জেল দেয়া জরিমানা করা কল্যাণকর কাজ না। যেহেতু এটা কল্যাণকর রাষ্ট্র, মানুষকে সচেতন করে আমরা এখান থেকে বের হবার চেষ্টা করবো। আমাদের তরুণ প্রজন্ম রক্ষায় তামাক নিয়ন্ত্রণে সচেতনতা ও প্রচারণায় বেশি গুরুত্ব দিতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, তামাকের ব্যবহার কেবল অফিস আদালত পাবলিক প্লেসে নয়,সব জায়গাতেই আছে। সুতরাং সেখানে আমরা সচেতন করার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো। আইনে বলা আছে ধূমপান সংশ্লিষ্ট কোনো প্রচারণা দণ্ডনীয় অপরাধ। এরকম কিছু হলে আমাদেরকে জানাবেন। 

তিনি আরো বলেন,আমাদের রোগ আছে মানুষের, কিছু রোগ আছে সমাজের। কিশোর গ্যাং বাল্যবিবাহ,তামাক মাদক সামাজিক ব্যাধি।তরুণ প্রজন্ম রক্ষায় এসব সামাজিক ব্যাধির উপর আমাদের গুরুত্ব দিতে হবে। 

স্কুল পর্যায়ে থেকে শিক্ষক মন্ডলী শিক্ষার্থীদের এবং পরিবার ও সমাজ থেকে ছেলেমেয়েদেরকে অভিভাবকের মাধ্যমে তামাক বিরোধী সচেতন করতে হবে। তামাক বিরোধী জোরদার প্রচারণা চালাতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ, তথ্য অফিস ও মিডিয়া গুলোরও বড় ভূমিকা রয়েছে। তিনি এডিএমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তামাকের উপর যেন মাসে দুই তিনটা মোবাইল কোর্ট করা হয়। 

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম।  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা। 

জেলা প্রশাসন চাঁদপুর আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল। আলোচনা সভার শুরুতে তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক। এরপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন 

বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, আমরা ধূমপান নিবারণ করি (আধুনিক) চাঁদপুর জেলা শাখার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান প্রমুখ। জেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক,তামাক বিরোধী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থীবৃন্দ, এনজিও প্রতিনিধি ও চাঁদপুর যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন । আলোচনা শেষে তামাক বিরোধী রচনা প্রতিযোগীতায় বিজয়ী চারজনের মধ্যে নগদ টাকা পুরস্কার দেয়া হয়।