নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অসত্য বক্তব্যে জনগণ হতাশ: মেজর হাফিজ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০৬:১২ পিএম
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অসত্য বক্তব্যে জনগণ হতাশ: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ রোববার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনাসভায় বললেন, 

“নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অসত্য বক্তব্যে জনগণ হতাশ হয়েছেন। গণতন্ত্রকে ব্যাহত না করতে অন্তর্বর্তী সরকারের উচিত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। যেসব উপদেষ্টাদের এ দেশের প্রতি কোনো বাস্তব অবদান নেই, তারা এখন বড় বড় কথা বলছেন। অথচ, যারা অতীতে ত্যাগ স্বীকার করেছেন, তারাই এখন আলোচনার বাইরে।”

মেজর (অব.) হাফিজ উদ্দিন সংস্কার ও বিচার একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে বলেন, ‘এসব কাজ নির্বাচিত সরকারের অধীনেই হওয়া উচিত। একটা নির্বাচনের জন্য পাঁচ বছর অপেক্ষা করা যায় না।’

আপনার জেলার সংবাদ পড়তে