মোটরসাইকেলের টাংকির ভিতর থেকে ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০৬:২৪ পিএম
মোটরসাইকেলের টাংকির ভিতর থেকে ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী কাজী ফার্ম নামক পাশে দিনাজপুর মহাসড়কে অভিনব কায়দায় নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের টাংকির ভিতর থেকে ৮১বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। 

তারাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১. ৩০ মিনিটে  রংপুর থেকে   তারাগঞ্জ মহাসড়ক  হয়ে সৈয়দপুরের  দিকে যাচ্ছিল  মাদকবাহী একটি মোটরসাইকেল। তাৎক্ষণিক তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায়  এস আই প্রদীপ সহ সঙ্গীয় ফোর্স  নিয়ে মোটরসাইকেলটিকে ধাওয়া করার  একপর‌্যায়ে ইকরচালীর কাজী ফার্মের পাশে মহাসড়কের ধারে  মোটরসাইকেলটি রেখে পালিয়ে যায় মাদক কারবারিরা। মোটরসাইকেলটি উদ্ধার করে টাংকি খুলে দেখা যায় টাংকির ভিতরে অভিনব কায়দায় নিয়ে যাওয়া  ৮১ বোতল ফেনসিডিল। পরে উদ্ধারকৃত ৮১ বোতল ফেনসিডিলসহ টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে তারাগঞ্জ থানা পুলিশ। 

তারাগঞ্জ থানার  অফিসার ইনচার্জ এম এ ফারুক বলেন,   মাদক নিয়ে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক  আমার অফিসার পাঠিয়ে ৮১ বোতল ফেনসিডিল সহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, এই বিষয়ে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে