আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে

চাঁদপুর নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০৪:৫২ পিএম
চাঁদপুর নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে চাঁদপুর লঞ্চঘাটসহ নদীপথে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চঘাট ও আশপাশের নদীপথে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার সকালে চাঁদপুর লঞ্চঘাটে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে বিআইডব্লিউটিএ প্রতিনিধি, লঞ্চ মালিক সমিতি, স্পীডবোট মালিক সমিতি, সিএনজি ও অটোরিকশা মালিক সমিতি এবং হকার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, চাঁদপুর অঞ্চল ও অফিসার ইনচার্জ, চাঁদপুর নৌ থানা।

মতবিনিময় সভায় লঞ্চ মালিক ও পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। প্রধান অতিথি নৌ পুলিশ সুপার তাদের বক্তব্য শোনেন এবং ঈদযাত্রা নিরাপদ, সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করতে নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করেনঃ

১. লঞ্চ স্টাফগণ পন্টুনে না এসে লঞ্চ থেকেই যাত্রী ডাকবেন।

২. পন্টুন এলাকাসমূহ হকারমুক্ত রাখতে হবে।

৩. পন্টুনে সিএনজি, অটোরিকশা বা অন্যান্য যানবাহনের ড্রাইভার প্রবেশ নিষিদ্ধ।

৪. কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী পরিবহন করতে পারবে না।

৫. আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা কঠোরভাবে মানতে হবে।

৬. সিএনজি/অটোরিকশাগুলো সারিবদ্ধভাবে পার্কিং এরিয়ায় অবস্থান করবে।

৭. যাত্রী প্রবেশ পথে কোনো ড্রাইভার অবস্থান করতে পারবে না।

৮. কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।

৯. ট্রাফিক জ্যাম সৃষ্টি করে জনদুর্ভোগ করা যাবে না।

১০. যাত্রী তুলতে কেউ পার্কিং এলাকা থেকে বাইরে আসবে না।

১১. যাত্রী হয়রানি বরদাশত করা হবে না এবং অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রাপথে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, মনিটরিং ও নজরদারির পাশাপাশি প্রতিটি ইউনিট থেকে একটি করে মোবাইল টিম মোতায়েন থাকবে।

সকলের সহযোগিতায় আমরা একটি নিরাপদ, সুশৃঙ্খল ও ভোগান্তিমুক্ত ঈদযাত্রা উপহার দিতে দৃঢ় প্রতিশ্রুত।

নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

ছবি ক্যাপশনঃ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মঙ্গলবার চাঁদপুর লঞ্চঘাটে 

নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে মত বিনিময় সভায় উপস্থিত নৌ পুলিশ সুপার সহ অন্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে