চাঁদপুর জেলা সদরের বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৫ জুন, ২০২৫, ০৭:২৫ পিএম
চাঁদপুর জেলা সদরের বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

চাঁদপুর জেলা সদরের বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় চাঁদপুর পৌর কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া। 

বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) সকাল এগারোটা সময় চাঁদপুর চেম্বার অব  কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র আয়োজনে পুরান বাজার চেম্বার ভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় বাজার রাস্তার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা, যানজট ও ফুটপাত দখলের সমস্যা সমাধানসহ শহরকে সুন্দর রাখার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক। এ এ ব্যাপারে  সকলের সহযোগিতা প্রয়োজন। প্রশাসন একা এটি করতে পারবে না। জনগণের অংশগ্রহণই সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে।”

সভায় একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়, যার মধ্যে রয়েছে বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করা।ফুটপাত থেকে অবৈধ দখল সরিয়ে সাধারণ পথচারীদের জন্য উন্মুক্ত করা।বাজারের প্রবেশ ও বহির্গমন পথগুলো সচল রাখতে সঠিক ব্যবস্থা নেওয়া। রাস্তার আশেপাশে পরিবেশ দূষণ না করতে ব্যবসায়ীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় আলোচনায় অংশ নেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালকবৃন্দের মধ্যে হাজি লিয়াকত হোসেন পাটোয়ারী,নাজমুল আলম পাটোয়ারী, গোপাল সাহা, পরেশ মালাকার,নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন জনু,পালবাজার ব্যবসায়ী সমিতির স্বপন, বিপনিবাগ ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন মাঝি, চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান, পুরান বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. দুলাল কাজী প্রমুখ।

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল, চেম্বারের অফিস সহায়ক গোপাল,মনিরসহ ব্যবসায়ী বৃন্দ ।