খুলনার রূপসা উপজেলার আইচগাতি উত্তর পাড়া এলাকায় শ্বাসরোধ করে সুমাইয়া খাতুন জান্নাত (২৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। অপরদিকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে আইচগাতি শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া খাতুন জান্নাত প্রবাসী স্বামী শাওন শেখের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ সুমাইয়া খাতুন জান্নাতকে গভীর রাতে কে-বা কারা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। অপরদিকে রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের ইদ্রিস আলীর কলা বাগানের মধ্যে থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২ টায় কলা বাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশ ফুলে ফেঁপে শরীরের চামড়া পচন ধরে গেছে। লাশের পরনে ছিল কালো রঙের জিন্সের প্যান্ট ও লাল টি-শার্ট। এদিকে লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, লাশ দেখে পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। যদি পরিচয় মিলে তাহলে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।