চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোষ্টে ১২৫টি যানবাহনে তল্লাশি করা হয়েছে। ০৯ জুন ২০২৫ তারিখ বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় চর কুমিরা পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে মোট ১২৫টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার জন্য ০৪টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে সর্বমোট ২৪০০০ টাকা জরিমানা করা হয় এবং ০৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।