পবিত্র হজ পালনের পর সৌদি আরব থেকে ফিরতি যাত্রায় ধাপে ধাপে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ জুন) রাত পর্যন্ত ২০ হাজার ৫০০ জন হাজি সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন।
রোববার (১৫ জুন) প্রকাশিত হজ সংক্রান্ত বুলেটিনে জানানো হয়, দেশে ফেরা এসব হাজিদের মধ্যে ২ হাজার ৯২৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১৭ হাজার ৫৭৬ জন বেসরকারি ব্যবস্থাপনার আওতায় হজ পালন করে দেশে ফিরেছেন।
ফিরতি এই ফ্লাইটগুলো পরিচালনায় অংশ নিয়েছে তিনটি এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬ হাজার ২২৭ জন, সাউদিয়া এয়ারলাইন্স ৭ হাজার ৮৭৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৬ হাজার ৪২০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। মোট ৫২টি ফ্লাইটে এই যাত্রা সম্পন্ন হয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬টি, সাউদিয়া ২০টি এবং ফ্লাইনাস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে সৌদি আরবে হজ কার্যক্রম চলাকালে এখন পর্যন্ত ২৯ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৪ জন নারী। এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে মূলত মক্কা (১৯ জন), মদিনা (৯ জন) এবং আরাফার ময়দানে (১ জন)।
সৌদি আরবের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা পেয়েছেন ২৪০ জন বাংলাদেশি হাজি, যাদের মধ্যে এখনো ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
সৌদি আরব থেকে দেশে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন থেকে, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। এবারে হজ অনুষ্ঠিত হয়েছে বুধবার (৫ জুন)।
ধর্ম মন্ত্রণালয় থেকে দেওয়া তথ্যমতে, ২০২৫ সালের হজের জন্য মোট ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে এবারে সর্বমোট ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন।
সৌদি আরবে বাংলাদেশি হাজিদের যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট গিয়েছে ৩১ মে।
এভাবে ধাপে ধাপে হাজিদের দেশে ফেরা নিশ্চিত করতে কাজ করছে ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।