ভোট আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ১২:২৩ পিএম
ভোট আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, জানালেন সিইসি

সংবিধান অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের শপথ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঈদের পরদিন রোববার (১৫ জুন) কমিশনের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সভায় সিইসি জানান, “নির্বাচন সংক্রান্ত অনেক কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। যতটুকু বাকি রয়েছে, তা সবাইকে নিয়ে শেষ করতে হবে।” তিনি বলেন, “আজকের এই দিনে আমাদের শপথ হবে—সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে একটি নির্বাচন জাতিকে উপহার দেওয়া।”

সিইসি আরও বলেন, “আমরা রেফারির ভূমিকায় কাজ করবো। যারা খেলবে তারা খেলুক, যারা জিতবে তারা জিতুক। তবে আমাদের দায়িত্ব হবে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।”

আইনের বাইরে গিয়ে কোনো দলের প্রতি পক্ষপাত না দেখানোর আহ্বান জানিয়ে সিইসি বলেন, “আসুন, আমরা বিবেক রেখে কাজ করি। রমজানে আপনারা যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ আবার শপথ করুন—আইনের মধ্যে থেকে নিরপেক্ষভাবে কাজ করবেন, ন্যায়বিচারের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন।”

এই মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের চার কমিশনার, ইসি সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় সিইসি আরও বলেন, “আমাদের ওপর মানুষের অনেক প্রত্যাশা। অতীতে অনেক সমালোচনা হলেও, আমরা এই কমিশন সত্যিকারের সুশাসন ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃষ্টান্ত রাখতে চাই। এটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যেখানে ইসি রেফারির মতো মাঠে থাকবে, পক্ষপাতিত্ব করবে না।”

এদিকে, নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পূর্বে এপ্রিলের প্রথমার্ধে ভোট আয়োজনের ইঙ্গিত দিলেও, তিনি জানিয়েছেন—সংবিধান, সংস্কার ও বিচার সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন সম্ভব হতে পারে।

অন্যদিকে, শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর দেওয়া যৌথ ঘোষণায় নির্বাচন এগিয়ে আসার বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচনের সময়সূচি নিয়ে এখনো চূড়ান্ত কিছু ঘোষণা না এলেও, নির্বাচন কমিশনের বক্তব্য ও প্রস্তুতি থেকে স্পষ্ট—একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোটের লক্ষ্যে তারা সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে