জুলাই গণহত্যা মামলা

শেখ হাসিনা ও কামালকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ জুন, ২০২৫, ০২:২১ পিএম
শেখ হাসিনা ও কামালকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দমনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্ধারিত ঠিকানা ও অন্যান্য সম্ভাব্য স্থানে অভিযান চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি। এমনকি ধারণা করা হচ্ছে, তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ অবস্থায় ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল-৩১ বিধি অনুসারে পরবর্তী আদেশ চাওয়ার পর বিচারপতিরা নির্দেশ দেন— বহুল প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে তাদের আগামী ২৪ জুনের মধ্যে হাজির হতে বলা হবে।

গত ১ জুন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। ওইদিন প্রসিকিউটররা আদালতে অভিযোগপত্র পড়ে শোনান এবং গণমাধ্যমে তা সম্প্রচারের অনুমতি দেন।

এর আগেই, গত ১২ মে তদন্ত সংস্থা তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে 'জুলাই গণহত্যার নির্দেশদাতা' হিসেবে চিহ্নিত করে। আর ১৮ ফেব্রুয়ারি আদালত নির্দেশ দেয় ২০ এপ্রিলের মধ্যে এই তদন্ত সম্পন্ন করতে হবে।

সোমবারের (১৬ জুন) শুনানিতে তৃতীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

উল্লেখযোগ্য যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা নয়। গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধ ছাড়াও তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে— একটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনকালে গুম ও হত্যা সংক্রান্ত, অন্যটি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড সংক্রান্ত।

গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। নতুন কাঠামোতে দায়ের করা প্রথম মামলাটিই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত এই জুলাই গণহত্যা মামলা।

১ জুনের শুনানিতে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার দিন বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। এ ঘটনা দেশের রাজনৈতিক ও মানবাধিকার অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে।

আপনার জেলার সংবাদ পড়তে