জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে

এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি অমীমাংসিত : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ জুন, ২০২৫, ০৭:৫৫ পিএম
এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি অমীমাংসিত : সালাহউদ্দিন আহমেদ

জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দিনের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে কোনো সমাধানে পৌঁছানো যায়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার (১৯ জুন) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।  

গত তিন দিনের আলোচনায় নিম্নোক্ত বিষয়গুলো উঠে এসেছে:  

১. সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন  

২. সংসদের স্থায়ী কমিটির কার্যক্রম  

৩. নারী আসনে প্রতিনিধিত্ব  

৪. প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া  

বুধবারের বৈঠকে এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবারও এই ইস্যুগুলো পুনরায় আলোচনায় আসে।  

সালাহউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রপতির ক্ষমতা, নির্বাচকমণ্ডলী এবং দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমানে ইলেক্টোরাল ভোট পদ্ধতির প্রসঙ্গও আলোচনায় এসেছে।  

তিনি উল্লেখ করেন, “রাষ্ট্রপতি নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে হতে পারে, যেখানে সরাসরি নির্বাচিত সংসদ সদস্য, উচ্চ কক্ষের ১০০ সদস্য এবং নারী আসনের ১০০ প্রতিনিধি মিলে ভোট দেবেন।”

বিএনপির এই নেতা বলেন, “৭০ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে সংসদ সদস্যদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করা উচিত। এ ক্ষেত্রে গোপন ভোটের ব্যবস্থা থাকতে পারে।” তবে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবনা এখনও চূড়ান্ত হয়নি।  

প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনায় সালাহউদ্দিন আহমেদ বলেন, "পর পর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। স্বৈরাচারী প্রবণতা রোধ করতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ জরুরি।" তিনি আরও যোগ করেন, “যদি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী থাকে, তাহলে এনসিসি গঠনের প্রয়োজন পড়ে না।”

ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত থাকলেও এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত জটিলতা কাটেনি। আগামী বৈঠকগুলিতে এই ইস্যুগুলোতে আরও গভীরভাবে আলোচনা করা হতে পারে। 

আপনার জেলার সংবাদ পড়তে