চাঁদপুরের মোহনা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৫, ০৮:০১ পিএম
চাঁদপুরের মোহনা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর সদর উপজেলায় চাঁদপুর আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনীর অভিযান ও ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট স্থাপন করে মোহনা ডায়গনিক সেন্টারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ তারিখ দুপুর ১.৫৫ মিনিটের সময়  চাঁদপুর জেলার চাঁদপুর আর্মি ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার মোহনা ডায়াগনস্টিক সেন্টার থেকে ১৯০ পিছ অবৈধ ইনজেকশন উদ্ধার করা হয়। সরকারি অঅনুমোদিত চিকিৎসা সরঞ্জামাদি রাখার জন্য মোহনা ডায়াগনস্টিক সেন্টারকে নগদ ৫০০০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত সরঞ্জাম  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর এর নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে